রংপুর: রংপুরের বদরগঞ্জের শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ মার্চ) দিনব্যাপী স্কুল মাঠ প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
স্থানীয় সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি শওকত হোসেন।
পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. শাহ্ নওয়াজ আলী, অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব খলিলুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণার যুগ্মসচিব জ্যোর্তিময় বর্ম্মন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুক্তিযোদ্ধা কালি রঞ্জন বর্ম্মন, কর্নেল (অব.) ডা. গোলাপ হোসেন, মুক্তিযোদ্ধা মজিবর রহমান মাস্টার, আওয়ামী জাতীয় পরিষদ সদস্য ওবায়দুল হক চৌধুরী ও রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক সভাপতি আতিকার রহমান।
উদ্বোধনীর পরে বর্ণাঢ্য এক র্যালির বের করা হয়। র্যালি শেষে আলোচনা সভায় অতিথিরা বিদ্যালয়টির ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে স্মৃতিচারণা করেন।
দুপুরে মধ্যাহ্ন ভোজ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। ১৯৩৯ সালে ঐতিহ্যবাহী শ্যামপুর হাইস্কুল স্থাপিত হয়। অনুষ্ঠানে আগত বিশিষ্ট অতিথিরা স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
টিআই