গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) গোপালগঞ্জ আঞ্চলিক জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহিদুল্লাহ খন্দকার।
প্রতিযোগিতায় গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার স্কুল ও কলেজের ১২৬১ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
আরএইচএস/টিআই