ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে বাংলা সংসদের নির্বাচন অনুষ্ঠিত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
জাবিতে বাংলা সংসদের নির্বাচন অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাংলা সংসদের ২০১৬ সালের নির্বাচনে সহ সভাপতি হিসেবে মেহদী হাসান মিলন, সাধারণ সম্পাদক হিসেবে তাজুল ইসলাম ত্বহা বিজয়ী হয়েছেন।

রোববার (২০ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার বিভাগীয় সহকারী অধ্যাপক নাজমুল হাসান তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়েছে, বাংলা সংসদ নির্বাচন ২০১৬ এ বিভিন্ন পদে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হলো। নির্বাচনে জয়যুক্ত হয়েছেন, রিফাত হোসাইন (সহ সাধারণ সম্পাদক), নূর মোহাম্মদ সাজ্জাদ হোসেন (শিক্ষা বিষয়ক সম্পাদক), আরিফ আহমেদ (সহ শিক্ষা বিষয়ক সম্পাদক), জুবায়ের আহমেদ (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক), জুবায়ের হোসেন (সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক), নজরুল ইসলাম (সাংস্কৃতিক সম্পাদক), শাকিল মাহমুদ (সহ সাংস্কৃতিক সম্পাদক-১), অসিত পাল (সহ সাংস্কৃতিক সম্পাদক-২), মো. মেহেদি হাসান (ক্রীড়া সম্পাদক), মো তৌহিদুর রহমান (সহ ক্রীড়া সম্পাদক-১), মো. ফজলে রাব্বি তোহান (সহ ক্রীড়া সম্পাদক-২), মো. মনির হোসেন (প্রচার সম্পাদক), হারুন আর রশিদ (সহ প্রচার সম্পাদক)।

এছাড়া শ্রেণি প্রতিনিধি হিসেবে কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ৪র্থ বর্ষের সাদিয়া আফরীন তন্বী, মো. রাকিবুল ইসলাম, ৩য় বর্ষের বখতিয়ার করিম, নুসরাত জাহান, ২য় বর্ষের মুহাম্মদ শাখাওয়াত হুসাইন, নাবিলা জামান, ১ম বর্ষের মো. মমিনুর রহমান, নুসরাত জাহান চকদার।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬   
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।