ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘রচি মম ফাল্গুনী’

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
জাবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘রচি মম ফাল্গুনী’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘হোক গানে গানে বিনিময়’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে ‘রচি মম ফাল্গুনী’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা সাতটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে এ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।



এতে শান্তিনিকেতন থেকে আগত শিল্পী ও গবেষক অভিজিৎ মজুমদার, রবীন্দ্র ভারতীর সুকান্ত চক্রবতী, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী সেঁজুতি বড়ুয়াসহ অনেকে গান পরিবেশন করেন।

বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, সাবেক শিক্ষক সমিতির সভাপতি মো. খবির উদ্দিন, জনসংযোগ অফিসের উপ-পরিচালক আবদুস সালাম মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।