বরিশাল: শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে বরিশালে এইচএসসি পরীক্ষার প্রথমদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষ হয়েছে।
রোববার (০৩ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে কাউকে বহিষ্কারের ঘটনা না ঘটলেও অনুপস্থিত ছিল ৬৭১ জন পরীক্ষার্থী।
এদের মধ্যে বরিশাল জেলায় ৩০২ জন, ঝালকাঠিতে ৪৭ জন, পিরোজপুরে ৯৬ জন, পটুয়াখালীতে ৯৩ জন, বরগুনায় ৫৭ জন ও ভোলায় ৭৬ জন রয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে সকাল ১০টায় সারাদেশের ন্যায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, বরিশাল শিক্ষা বোর্ডে এবার ৩২ হাজার ৬৭৯ জন ছাত্র ও ২৯ হাজার ৮০২ জন ছাত্রী পরীক্ষা দিচ্ছে। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে প্রায় ৬ হাজারের মতো।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এসআর