ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৭৩৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৭৩৭ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বাংলা প্রথমপত্রের মধ্যদিয়ে সারাদেশের মতো সিলেটেও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হলো উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রথম দিন। প্রথম দিনের পরীক্ষায় কোথাও কোনো গোলযোগের ঘটনা না ঘটলেও অনুপস্থিত ছিলেন ৭৩৭ জন।

 

সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এবার সিলেট বোর্ডে ৭৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডের অধীনে ৫৫ হাজার ৮শ’ ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫৫ হাজার ১শ’ ২৭ জন।

বোর্ডের অন্তর্গত চার জেলার মধ্যে সিলেটে ২৫৪ জন, হবিগঞ্জে ২৭৩, মৌলভীবাজারে ১১৩ এবং সুনামগঞ্জে ৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে বহিষ্কারের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এনইউ/আই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।