ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে ইউজিসির তদন্ত সম্পন্ন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
ইবিতে ইউজিসির তদন্ত সম্পন্ন

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত কার্যক্রম শেষ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) ৪ সদস্যের কমিটি।

 

রোববার (১০ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত ইবির প্রায় দুই শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা।

এর আগে তারা শনিবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে ইবিতে এসে তদন্তকাজ শুরু করেন।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. এম শাহ নওয়াজ আলি এবং সদস্যরা হলেন  ইউজিসির অর্থ ও হিসাব শাখার পরিচালক মো. মিজানুর রহমান, পাবলিক ম্যানেজমেন্ট বিভাগের সহকারী পরিচালক রবিউল ইসলাম ও পাবলিক ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ফেরদৌস জামান।

তদন্তের বিষয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম শাহ নওয়াজ আলি সাংবাদিকদের বলেন, আমরা সবার থেকে তথ্য নিয়েছি। এখন প্রতিবেদন প্রস্তুতের সময়। দ্রুততম সময়ের মধ্যে একটি প্রতিবেদন জমা দেব।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।