জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: নববর্ষ উদযাপনে তিন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।
রোববার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ১লা বৈশাখ বরণ করে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে।
নববর্ষের দিন থাকছে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ক্যাম্পাসবাসীর নববর্ষের শুভেচ্ছা বিনিময়, তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন, মঙ্গল শোভাযাত্রা, মহুয়া তলায় বাংলা বিভাগ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে লোকগান ও বাউল সংগীতের আয়োজন।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন বিকেল ৫টায় ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা সাড়ে ৬টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে থাকছে লোক সংগীত। তৃতীয় দিন রয়েছে ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে সেলিম আলদীন মুক্তমঞ্চে গাজীর পালা।
১লা বৈশাখ উপলক্ষে এদিন সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। রাত সাড়ে ৮টার মধ্যে সব অনুষ্ঠান সম্পন্ন করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এএটি/জেডএস