ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে উদ্ভিদ রোগতত্ত্ব বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
বাকৃবিতে উদ্ভিদ রোগতত্ত্ব বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কিউ এম  বজলুর রশীদের ‘টিচিং ট্রেনিং অ্যান্ড রিসার্চ কন্ট্রিবিউশন ইন সিড প্যাথোলজি অ্যান্ড ডিসটেন্স এডুকেশন ইন অ্যগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট’ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স হলে মোড়ক উন্মোচন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

বিশেষ অতিথি ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক ও পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী।

বই সম্পর্কে অধ্যাপক ড. এ কিউ এম বজলুর রশীদ বলেন, বইটিতে দেশীয় ফসলের বীজবাহিত রোগজীবাণু সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে। এছাড়া বইটিতে দূরশিক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।