ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডিগ্রি-অনার্স-মাস্টার্স পরীক্ষার সময় পুনর্বহালের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
ডিগ্রি-অনার্স-মাস্টার্স পরীক্ষার সময় পুনর্বহালের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পরীক্ষার সময়সীমা চার ঘণ্টা পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে সরকারি কলেজের সামনে এ মানববন্ধন হয়।

মানবন্ধনে বক্তব্য রাখেন- মেহেরপুর সরকারি কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী বৃষ্টি জান্নাত, ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র কুদরত-ই-খোদা রুবেল, বাংলা বিভাগের ছাত্র সানোয়ার হোসেন ও ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।