শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. আরিফুল ইসলামকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২২ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২০০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটি সূত্রে বিষয়টি জানা যায়। উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
ফৌজদারি মামলায় জড়িত থাকায় তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, চলতি বছরের ২৩ জানুয়ারি (শনিবার) শাবির এক-কিলো রোডে গাড়ি চালানোর প্রশিক্ষণ নেওয়ার সময় সুনামগঞ্জের ছাতক ডিগ্রি কলেজের শিক্ষক শেখ আতাউর রহমান (৫৫) ও তার চাচা মো. গিয়াস উদ্দিনকে (৭০) গাড়ি চাপা দেন শাবি শিক্ষক আরিফুল ইসলাম। এতে শিক্ষক আতাউর ও তার চাচা গিয়াস উদ্দিন ঘটনাস্থলেই নিহত হোন।
এ ঘটনায় নিহত আতাউর রহমানের স্ত্রী ফারহানা চৌধুরী গুরুতর জখম ও মৃত্যু ঘটানোর অপরাধে অধ্যাপক আরিফের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ঘটনার পর আরিফ বেশ কিছুদিন সপরিবারে পলাতক থাকেন। এরপর ফের ক্যাম্পাসে ফেরেন।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
জেডএস