ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘সেকুলারিজম ডেমোক্র্যাসি অ্যান্ড জেন্ডার প্যারিটি ইন সাউথ এশিয়া’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হবে আগামী রোববার (২৮ আগস্ট)।
ওইদিন বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সকল পৌনে ১০টায় কনফারেন্সটি শুরু হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট কলেকটিভ’র (আরডিসি) যৌথ উদ্যোগে এবং ভারতের মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ (এমএকেএআইএএস) ও ইন্ডিয়া-বাংলাদেশ ফাউন্ডেশনের সহায়তায় কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা, নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠা, ভুটানের রাষ্ট্রদূত সোনম তোবদেন রাবগাই প্রমুখ।
বিশেষ আলোচনায় অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।
আগামী সোমবার (২৯ আগস্ট) কনফারেন্সের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
টিআই