ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সরকারি স্কুলে পড়ানো বাধ্যতামূলক আদেশ প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
সরকারি স্কুলে পড়ানো বাধ্যতামূলক আদেশ প্রত্যাহার

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানকে সরকারি স্কুলে পড়ানো বাধ্যতামূলক করে জারিকৃত আদেশ প্রত্যাহার করে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
 
মহাপরিচালকের অনুমোদন না নিয়ে শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিটি বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক (পরিচালক পলিসি এবং অপারেশন) আনোয়ারুল হক।


 
গত বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানকে সরকারি স্কুলে পড়ানো ‘বাধ্যতামূলক’ করে চিঠি পাঠানো হয়।
 
আনোয়ারুল হক বলেন, এ সংক্রান্ত নির্দেশনা অনুমোদনের আগেই অফিস স্টাফরা ভুলবশত ই-মেইলে শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দিয়েছিল।
 
ওই নির্দেশনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা এনিয়ে চুলচেরা বিশ্লেষণ করবো। সরকার প্রয়োজন মনে করলে পরে তা মাঠপর্যায়ে নির্দেশনা আকারে পাঠানো হবে।
 
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।