ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিকে কমার্শিয়াল ব্যাংকের কম্পিউটার প্রদান

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
ঢাবিকে কমার্শিয়াল ব্যাংকের কম্পিউটার প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের কম্পিউটার ল্যাব উন্নয়নের লক্ষ্যে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি কর্তৃপক্ষ ৫টি কম্পিউটার প্রদান করেছে।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে এক অনুষ্ঠানে এসব কম্পিউটার হস্তান্তর করা হয়।

কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি’র কান্ট্রি ম্যানেজার অজিত নারাণপানায়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে কম্পিউটার হস্তান্তর করেন।

কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি’র চিফ অপারেটিং অফিসার নাজিথ মিওয়ানেজ, হেড অব পার্সোনাল ব্যাংকিং শাকির খসরু প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ অনুদানের জন্য কমার্শিয়াল ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এর মাধ্যমে হলের শিক্ষার্থীরা উপকৃত হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়:  ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
এসকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।