ময়মনসিংহ: ময়মনসিংহ শিক্ষাবোর্ড গঠন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। কমিটির নেতৃত্ব দেন অতিরিক্ত সচিব চৌধুরী মুফাত আহমেদ।
এ সময় জেলা প্রশাসক (ডিসি) মোস্তাকিম বিল্লাহ ফারুকিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জানা যায়, ময়মনসিংহ বিভাগে উন্নীত হওয়ার পর দেশের ১১তম শিক্ষাবোর্ড স্থাপনে শিক্ষা মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাত আহমেদকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। শিগগিরই বোর্ড তৈরির বিষয়ে এ কমিটি প্রধানমন্ত্রীর কাছে লিখিত সুপারিশ পাঠাবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ময়মনসিংহ শিক্ষাবোর্ড স্থাপন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটি নবম শ্রেণির রেজিস্ট্রেশনের মধ্য দিয়েই বোর্ডের কার্যক্রম শুরু করার পক্ষে মত দিয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন বাংলানিউজকে বলেন, বিভাগ সৃষ্টির সুফল দৃশ্যমান করতে ময়মনসিংহ শিক্ষাবোর্ড গঠন জরুরি। কমিটি এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিলে আপাতত অস্থায়ী অফিসের জায়গা নির্ধারণ করা সম্ভব হবে। জায়গা কোনো সমস্যা হবে না বলেও কমিটিকে আশ্বস্ত করেছেন বিভাগীয় কমিশনার।
সূত্র জানায়, ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ (পুরুষ), উচ্চ মাধ্যমিক শিক্ষক ইন্সটিটিউটের যে কোনো একটিতে আপাতত এ অফিস স্থাপনের বিষয়ে সভায় আলোচনা হয়।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এমএএএম/জিপি/এএ