জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে সোমবার (১৯ সেপ্টেম্বর) খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রোববার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী বিষয়টি জানান।
বাংলানিউজকে তিনি জানান, ঈদুল আজহার ছুটি উপলক্ষে ১৩দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিলো। সোমবার থেকে যথানিয়মে ফের ক্লাস-পরীক্ষা শুরু হবে। একই সঙ্গে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম।
এদিকে গ্রামের বাড়িতে প্রিয়জনদের সান্নিধ্যে ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
এমএ/