ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য জরুরি চিকিৎসা সহায়তা তহবিল গঠন করা হয়েছে।
আর্থিকভাবে অস্বচ্ছল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের এ তহবিল থেকে সহায়তা পাবেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের হাতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ দুই শিক্ষার্থী ৭৫ হাজার টাকার চেক তুলে দেন।
তহবিল সংগ্রহে অগ্রণী ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখায় অ্যাকাউন্ট খোলা হয়েছে (নম্বর-০২০০০০৮৯৪৭৬২৬)। ইতোমধ্যে এ তহবিলে প্রায় দেড় লাখ টাকা জমা হয়েছে।
উপাচার্য, রেজিস্ট্রার এবং জনসংযোগ অফিসের উপ-পরিচালকের যৌথ স্বাক্ষরের মাধ্যমে হিসাবটি পরিচালিত হবে।
যেকোনো ব্যাংক, বীমা, অফিস, প্রতিষ্ঠান, ট্রাস্ট বা ব্যক্তি এই তহবিলে অনুদান দিতে পারবেন, জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
এটি