ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির আইইআর এ এমএড (সান্ধ্য) কোর্সে ভর্তির দরখাস্ত আহ্বান

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
ঢাবির আইইআর এ এমএড (সান্ধ্য) কোর্সে ভর্তির দরখাস্ত আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) এক বছর / দু’বছর মেয়াদী এমএড (সান্ধ্য) কার্যক্রমে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
 
মঙ্গলবার ( ২০ সেপ্টেম্বর ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএড (সম্মান) / বিএড/ ডিপ-ইন-এড/ ডিপিএড বা সমতুল্য ডিগ্রিপ্রাপ্ত অথবা ২০১৫ সালে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারীগণ অথবা মাস্টার ডিগ্রি অথবা যে কোন বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি প্রাপ্তগণ ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

আগামী ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার থেকে ১৫ নভেম্বর ২০১৬ মঙ্গলবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত সোনালী ব্যাংক হতে ব্যাংকের সকল কার্যদিবস ও নির্ধারিত সময়ে ১,০০০/- (এক হাজার) টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

আবেদনপত্র পূরণ করে আগামী ১৬ নভেম্বর ২০১৬ বুধবার বিকাল ৫টা পর্যন্ত ইনস্টিটিউটের ১০৫ নং কক্ষে জমা দেওয়া যাবে।

আগামী ১৮ নভেম্বর ২০১৬ শুক্রবার সকাল ১০টায় আইইআর ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি বিজ্ঞপ্তির পূর্ণবিবরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( www.du.ac.bd) পাওয়া যাবে।  
 
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
এসকেবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।