ঢাকা: চলতি বছর স্নাতকে (অনার্সে) সাড়ে তিন লাখ শিক্ষার্থী ভর্তি হতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে। ভর্তির এই কার্যক্রম শুরু হচ্ছে ২৫ সেপ্টেম্বর থেকে।
বুধবার (২১ সেপ্টেম্বর) ভর্তি কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। যাতে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর (উপাচার্য) প্রফেসর ড. হারুন অর রশিদ।
সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু, আসন সংখ্যা, ভর্তি করা শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়ে বিস্তারিত আলোচনার হয়।
২৫ তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরুর পর শিক্ষার্থীদের ক্লাশ শুরু ১৫ নভেম্বর।
সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক আইসিটি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
আইএ