ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
জাবিতে ছাত্রলীগের আনন্দ র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করায় আনন্দ র‌্যালি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে অমর একুশের পাদদেশে এসে শেষ হয়।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা জয়ের ভূয়সী প্রশংসা করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য দৌহিত্র, শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের অর্জন দেশ-জাতির জন্য বড় পাওয়া।

আনন্দ র‌্যালিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতকর্মী উপস্থিত ছিলেন।

১৯ সেপ্টেম্বর (সোমবার) সজীব ওয়াজেদ জয়ের হাতে এ পুরস্কার তুলে দেন বরেণ্য হলিউড অভিনেতা রবার্ট ডেভি। ডিজিটাল বিশ্বের পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।