ঢাকা বিশ্ববিদ্যালয়: রাত পোহালেই শুরু হবে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষাকে সামনে রেখে ক্যাম্পাসে আসা শুরু করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
ভর্তিচ্ছু শিক্ষার্থী আর তাদের অভিভাবকদের আগমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বত্র এখন উৎসবমুখর পরিবেশ।
উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের প্রথম পছন্দ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। এসএসসি পরীক্ষার পর প্রতিটি শিক্ষার্থী স্বপ্ন বুনে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সুযোগ আসে সেই স্বপ্ন পূরণের।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ঘুরে ক্যাম্পাসের কলা ভবন, সিনেট ভবন এলাকা, মল চত্বর, ব্যবসায় প্রশাসন অনুষদ, স্মৃতি চিরন্তন, মধুর ক্যান্টিন, ডাকসু, কেন্দ্রীয় লাইব্রেরি চত্বর, হাকিম চত্বর, টিএসসি, জাতীয় কবি কাজী নজরুলের মাজার, বাংলা একাডেমি, কার্জন হল এলাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
তারা ক্যাম্পাসের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে ঘুরে দেখছেন, ছবি তুলছেন। আবার অনেককে দেখা গেছে, কলা ভবনের সামনে প্রকাশিত আসন বিন্যাসে নিজের আসন খুঁজে নিতে।
ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন আবু হানিফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে ঘুরে দেখছিলেন বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো। তিনি বাংলানিউজকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখতাম। প্রস্তুতিও নিয়েছি ভালো করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখে আমি অভিভূত। কার্জন হলটা আগে ছবিতে দেখেছি, আজ সরাসরি দেখলাম’।
ক্যাম্পাস ছাড়াও প্রতিটি হল শিক্ষার্থীদের পদচারণায় সরগরম। আবাসিক হলগুলোর রিডিং রুমে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন অনেকে। হলের বিভিন্ন কক্ষে পরিচিত বড় ভাইদের রুমে উঠেছেন তারা। তাদের জায়গা দিতে বড় ভাইয়েরা বাইরে অবস্থান নেন। বিশেষ করে প্রথম বর্ষের গণরুমের শিক্ষার্থীরা ছোট ভাইদের জায়গা ছেড়ে দিয়ে সারা রাত ক্যাম্পাসে ঘুরে বেড়ান।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন দিয়ে ক্যাম্পাসের প্রতিটি জায়গাকে সাজিয়ে রাখছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো। এলাকাভিত্তিক সংগঠনগুলোর পক্ষ থেকেও টানানো হয়েছে ব্যানার। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় পরীক্ষার হলগুলোর সামনে তথ্যকেন্দ্রও স্থাপন করেছে বিভিন্ন সংগঠন।
এ বছর খ ইউনিটে ২ হাজার ২৪১টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩৪ হাজার ৬০৬ জন। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ১৫ জন।
বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
এসকেবি/ এএসআর