ঢাকা: আগামী কয়েক বছরের মধ্যেই বিসিএস পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রথমস্থান অর্জন করবে বলে মন্তব্য করেছেন উপাচার্য ড. মিজানুর রহমান।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
জবি উপাচার্য বলেন, প্রতিষ্ঠান হিসেবে জবি নতুন হলেও এখানে দেশের সেরা মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে। এবারের বিসিএস পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরেই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা আশা করি, আগামী কয়েক বছরের মধ্যেই বিসিএস পরীক্ষায় জবি প্রথমস্থান অর্জন করবে।
প্রশ্নফাঁস সম্পর্কে উপাচার্য বলেন, আমাদের এখানে এবার প্রশ্নফাঁসের সম্ভাবনা নেই, কারণ এবার ডাবল লেয়ারিং বার কোড সিস্টেমে পরীক্ষা নেওয়া হচ্ছে। একসঙ্গে বহু সেট ব্যবহার করা হয়েছে। তাই চাইলেও কেউ এখন প্রশ্নফাঁস করতে পারবে না। যদি কেউ এমনটা দাবি করে, তাহলে বুঝতে হবে সে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এ ধরনের কথা বলছে।
ছাত্রলীগ ও বহিরাগতদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। এছাড়া একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়াসহ ও আইন-শৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে আগে থেকেই বলা হয়েছে।
আগামী দু’তিনদিনের মধ্যেই ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন জবি উপাচার্য।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি কাজী সাইফুদ্দিন, প্রক্টর ড. নূর মোহাম্মদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
ডিআর/ওএইচ/এএ