জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ে কলা ভবন ও ভাষা শহীদ রফিক ভবনে এ পরীক্ষা শুরু হয়।
প্রতিবারের মতো এবারও পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ক্যালকুলেটর, ঘড়ি ও মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ রয়েছে। তবে ড্রেস কোড মেনে কেন্দ্রে প্রবেশ করতে বললেও তা খুব বেশি মানতে দেখা যায়নি।
যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছেন।
এবার অনুষদের মোট ১২০টি আসনের মধ্যে সংগীত বিভাগের ৪০, চারুকলা বিভাগের ৪০ ও নাট্যকলা বিভাগের ৪০ আসনের জন্য ২ হাজার ২৭ শিক্ষার্থী লড়াই করছেন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১৭ জন শিক্ষার্থী।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
ডিআর/জিপি