ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
গণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ ডিপার্টমেন্টে সরাসরি মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার  ফলাফল শনিবার (১ অক্টোবর) নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ফলাফল অনুসারে আগামী শনিবার থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। মেডিকেল টেস্টসহ ভর্তির বিভিন্ন ধাপ দ্রুতই শুরু হবে।

অক্টোবর মাস থেকে ক্লাস শুরু হবে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্লাস শুরুর তারিখ মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এবার বিশ্ববিদ্যালয়ের ১৭টি ডিপার্টমেন্টে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এএটি/  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।