জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষা অনুষদে ৯৫০ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির নূন্যতম যোগ্যতা অর্জন করেছেন।
সোমবার (০৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষের ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভূক্ত) ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের ৫৬০টি আসনের (বাণিজ্য-৪৯০ ও অন্যান্য-৭০) বিপরীতে ৯৫০ জন (বাণিজ্য- ৭৯২ ও অনান্য ১৫৮ জন) পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন।
এতে আরো বলা হয়, প্রকাশিত পূর্ণাঙ্গ ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট (www.result.jnu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে।
এবার ‘সি’ ইউনিটের ৫৬০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৮২৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে লড়ছেন প্রায় ৫০ জন শিক্ষার্থী।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
ডিআর/জেডএস