শাবিপ্রবি (সিলেট): সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবার শিকার হয়েছেন অপর্ণা সাহা ও নাজিফা আলী আলী নামে সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী।
সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন তারা।
ক্যাম্পাস সূত্র জানায়, সন্ধ্যার পর শাবি ক্যাম্পাস প্রায় দু’ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল। এসময় অপর্ণা ও নাজিমা ছাত্রী হলের সামনে ছিলেন। হঠাৎ একজন ছিনতাইকারী অপর্ণার হাতে থাকা পার্স নিয়ে পার্শ্ববর্তী টিলার দিকে পালিয়ে যায়। তার কাছে প্রায় ১৭০০ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাকিল ভূইয়া বাংলানিউজকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিষয়টি ছাত্রী হলের প্রভোস্ট এবং প্রক্টরকে জানানো হয়েছে।
প্রক্টরিয়াল বডির সদস্যরা আগামীকাল (মঙ্গলবার ৪ অক্টোবর) এ বিষয়ে বৈঠকে বসবেন এবং এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে করণীয় নির্ধারণ করবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
এইচএ/