ঢাকা: আজিমপুর সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউটভূক্ত করার দাবির বিষয়ে শিক্ষামন্ত্রীর আশ্বাসের পর আন্দোলন স্থগিত করেছে ওই কলেজের ছাত্রীরা।
মঙ্গলবার (০৪ অক্টোবর) রাতে কর্মসূচি স্থগিত বিষয়ে নিশ্চিত করেন কলেজের ফেব্রিক্স অ্যান্ড টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী শাম্মী সুমা।
তিনি বলেন, শিক্ষামন্ত্রী আমাদের দাবির বিষয়ে কমিটি করে দিয়েছেন। আমরা এ কমিটির ওপর সন্তুষ্ট।
এরআগে আজিমপুর সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট করার দাবিতে সড়ক অবরোধের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে অবরুদ্ধ করে রাখে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ২০১৬
এসকেবি/ওএইচ/এসএইচ