ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ, ৫ শতাংশ পাস

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ, ৫ শতাংশ পাস

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পাসের হার শতকরা ৫ দশমিক ৫২ শতাংশ।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) রাত ৯টার দিকে কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম অফিসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।

পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, DU GA লিখে রোল নম্বর টাইপ করে 16321 নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি এসএমএসে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।
গত ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় মোট ৪২ হাজার ১৪৭ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৪০ হাজার ২৩৪ জন অংশ নেন। এর মধ্যে ২ হাজার ২২১ জন উত্তীর্ণ হয়েছে। বাতিল হয়েছে ৩ জনের উত্তরপত্র। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৯০ জন শিক্ষার্থী। পাসের হার শতকরা ৫ দশমিক ৫২ শতাংশ। গ ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১২৫০টি।

পাস করা ছাত্র-ছাত্রীদের মধ্যে মেধাক্রম ১ থেকে ১৩০০তম স্থানকারীকে ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের মধ্যে বিষয় পছন্দক্রম ফরমপূরণ করতে হবে।

‘গ’ ইউনিটের মাধ্যমে শিক্ষার্থীরা ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ইন্টারন্যাশনাল বিজনেস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও অর্গানাইজেশন স্ট্র্যাটিজি অ্যান্ড লিডারশিপ বিভাগে ভর্তির সুযোগ পাবেন।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন, ‘গ’ ইউনিটের ভর্তি কমিটির আহ্বায়ক বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
এসকেবি/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।