শাবিপ্রবি: আসন্ন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি ফরমের মূল্য কমাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসনকে চারদিনের আল্টিমেটাম দিয়েছে ‘ভর্তি ফরমের মূল্য বৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চ’।
বুধবার (১২ অক্টোবর) শাবিপ্রবি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেওয়া হয়।
লিখিত বক্তব্যে মঞ্চের মুখপাত্র ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ২০১৬-১৭ সেশনে ভর্তি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার থেকে ১২শ’ টাকা। যা বিগত ২০০৮-০৯ সেশনের চারগুণ বেশি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহবায়ক অপু কুমার দাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহবায়ক গিয়াস বাবুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
আগামী ১৬ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হওয়ার আগেই এ সিদ্ধান্ত পরিবর্তন না হলে ধর্মঘটসহ টানা আন্দোলনের হুমকি দেন নেতারা।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
টিআই