ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি শিক্ষককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
জাবি শিক্ষককে হুমকির প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ফেসবুক আইডি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জেবউননেছাকে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় অমর একুশের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বিভাগীয় সভাপতি সহযোগী অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে এ ধরনের হুমকি কোনো ইতিবাচক দিক বয়ে আনবে না। আমরা সবসময় অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করে এসেছি।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক হালিমা হক, হরে কৃষ্ণ কুণ্ড, প্রভাষক সাহিবা মাহবুব, আহসান আবদুল্লাহ, মাহফুজুর রহমান, নুশরাত জাহান আরেফীনসহ বিভাগীয় দু’শতাধিক শিক্ষার্থী।

১৮ অক্টোবর (মঙ্গলবার) রিতা নাহার নামের একটি ফেক আইডি থেকে সহযোগী অধ্যাপক জেবউননেছাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।