ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন শনিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
ঢাবিতে জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হচ্ছে দুই দিনব্যাপী জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন।

নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে শনিবার (২২ অক্টোবর) ও রোববার (২৩  অক্টোবর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্মেলনে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা, কৌশল ও মতামত তুলে ধরবেন শিক্ষক, গবেষক, উন্নয়নকর্মী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কনফারেন্সে অংশ নেবেন দেশ ও দেশের বাইরের প্রায় চার শতাধিক শিক্ষক, গবেষক, উন্নয়ন কর্মী ও শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৃবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক হাসান এ শাফীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমাদ, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর নিক বেরেসফোর্ড এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট (বিসিসিটি) এর ব্যবস্থপনা পরিচালক ড. ইঞ্জিনিয়ার জ্ঞান রঞ্জন শীল।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ সেন্টার ফর এডভান্স স্টাডিজ এর নির্বাহী পরিচালক বিশিষ্ট পরিবেশবিদ ও উন্নয়ন বিশেষজ্ঞ ড. আতিক রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখবেন- সম্মেলনের আহবায়ক ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
এসকেবি/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।