ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রূপগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
রূপগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, আর্থিক অনুদান, বই ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল অ্যাডভান্সমেন্টের (দিশা) উদ্যোগে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

দিশার কাঁচপুর এলাকার ব্যবস্থাপক জহিরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নুর আলম।

বিশেষ অতিথি ছিলেন- ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল, শিক্ষক আব্দুর রহিম মাস্টার, সাংবাদিক এস এম শাহাদাত, ভুলতা শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম, লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম ও জসিম উদ্দিন প্রমুখ।

রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।