ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘ঘ ’ ইউনিটের অধীনে প্রথমবর্ষের সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বছর ১ হাজার ৫শ’ ৪০টি (বিজ্ঞানে- ১ হাজার ৯৭টি, বিজনেস স্টাডিজে- ৩শ’ ৯০, মানবিকে- ৫৩টি) আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ১শ’ ৭০জন। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
উক্ত ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৪টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৪৫টি স্কুল-কলেজসহ মোট ৯৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের হাজারীবাগ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, আনোয়ারা বেগম মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ড. শহীদুল্লাহ কলেজ, লালবাগ মডেল স্কুল ও কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নতুন পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজ, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, নীলক্ষেত হাই স্কুল, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা স্টেট কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, আলহাজ মকবুল হোসেন ইউনিভার্সিটি কলেজ, শেরে বাংলানগর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, শেরে বাংলানগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, খিলগাঁও গভর্নমেন্ট হাই স্কুল, খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও মডেল হাই স্কুল, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়েল স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল, হাবিবুল্লাহ বাহার কলেজ, উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সেগুন বাগিচা হাইস্কুল, টিকাটুলি কামরুন্নেসা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, শেরে বাংলা গার্লস কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, পগোজ ল্যাবরেটরি স্কুল অ্যন্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, কে এল জুবিলি স্কুল অ্যান্ড কলেজ এবং আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য শিক্ষার্থীদের পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল) নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়া, যেকোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম রোধে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘন্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসকেবি/জিপি/আইএ/বিএস