ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জগন্নাথের 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
জগন্নাথের 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) 'ডি' ইউনিট অর্থাৎ সমাজ বিজ্ঞান অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষা শুক্রবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর)  বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, এবার ‘ডি’ ইউনিটের ৫৯০ আসনের বিপরীতে ৪৮ হাজার ১২ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৮১ শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে।

এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও আরো ২১টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো- পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, সরকারি তিতুমীর কলেজ, ফজলুল হক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা সেন্ট্রাল গার্লস হাই স্কুল, সেন্ট্রাল উইমেন্স কলেজ, শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজ্যুয়েট কলেজ, উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, নীলক্ষেত হাই স্কুল, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, গার্হস্থ্য অর্থনীতি কলেজ,  ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, এবং অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ।

এদিকে, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষার হলে যেকোন ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস (যেমন-ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ইত্যাদি) নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় নির্ধারিত ড্রেসকোড পরীক্ষার্থীদের যথাযথভাবে পালনের নির্দেশও দেওয়া হয়েছে।

এছাড়া এ পরীক্ষায় যেকোন ধরনের দুর্নীতি ও অসাধুপায় ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ডিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।