বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৬টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বাংলানিউজকে বলেন, বিগত বছরগুলোর মতোই এবারও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রোববার (৩০ অক্টোবর) পরীক্ষার ফল প্রকাশ করা হবে। অতীতে এ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস হয়নি ভবিষ্যতেও ফাঁস হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করেছিলেন ৩৩ হাজার ৪০৯ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় ১২০০ আসনের বিপরীতে ১২ হাজার ২৩ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ৭০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
আরবি/পিসি