ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল নেই বলে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শনিবার (২৯ অক্টোবর) রাতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।
বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতি একটি পরীক্ষিত, স্বচ্ছ এবং ছাত্র-বান্ধব প্রক্রিয়া। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করে থাকে বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব ইউনিটের ভর্তি সংক্রান্ত কমিটি। এটি একটি যুগোপযোগী প্রক্রিয়া, যা কিনা ক্রমাগত পরিমার্জনের মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাঠ্যক্রম অনুসরণ করে কয়েকটি ধাপে নিরীক্ষণ শেষে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। সুতরাং এই প্রশ্নপত্রের গুণগতমান নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।
শিক্ষক নেতারা বলেন, ‘শিক্ষার্থী বাছাইয়ে ফুটপাত থেকে অখ্যাত লেখকদের বই কিনে তা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয়’ শিক্ষামন্ত্রীর বিচার বিশ্লেষণহীন এমন ঢালাও বক্তব্যের সাথে বাস্তবতার আদৌ মিল নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই শিক্ষার্থীদের হেনস্থা করা বা ফেল করাবার জন্যে ভর্তি পরীক্ষা নেয় না; বরং এর মাধ্যমে মেধাবীদের মধ্যে থেকে সেরাদের যাচাই-বাছাই করে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোই এর মূল উদ্দেশ্য।
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া অথবা প্রশ্নপত্রের উৎকর্ষসাধন নিয়ে যেকোনো মহলের সুনির্দিষ্ট পরামর্শ শিক্ষক সমাজ সাদরে গ্রহণ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অবিবেচনাপ্রসূত মন্তব্য করা থেকে বিরত থাকতে সব মহলের প্রতি অনুরোধ করেন শিক্ষক নেতারা।
বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসকেবি/এমজেএফ/