রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১০ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগামী ৩ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়ে শেষ হবে ৩০ নভেম্বর।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর এবং এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীগণ এ সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন বাংলানিউজকে জানান, রাবির ১০ম সমাবর্তন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ আগামী ২৪ ডিসেম্বর।
তিনি আরো জানান, এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ উপস্থিত থাকতে পারবেন না। তার পরিবর্তে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাবর্তনের সভাপতিত্ব করবেন।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
আরবি/আরএ