ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে লিপু হত্যার বিচার দাবিতে মশাল মিছিল

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
রাবিতে লিপু হত্যার বিচার দাবিতে মশাল মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।  

মঙ্গলবার (০১ নভেম্বর) সন্ধ্যার পর ক্যাম্পাসে এ মশাল মিছিল বের করা হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনের লিপু চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে নবাব আব্দুল লতিফ হলের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাসেল উদ্দিন বাংলানিউজকে বলেন, বিভাগের শিক্ষক আকতার জাহান ও শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুসহ ক্যাম্পাসের সব হত্যাকাণ্ডের বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বুধবার (০২ নভেম্বর) বেলা ১১টায় সিনেট ভবনের সামনে সমাবেশ করা হবে।

এরআগে দুপুরে একই দাবিতে সাতদিনের জন্য ক্লাস বর্জন কর্মসূচির ঘোষণা দেয় বিভাগের শিক্ষার্থীরা।

গত ২০ অক্টোবর নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন বিকেলে লিপুর চাচা বাদী হয়ে নগরীরর মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় লিপুর রুমমেট মনিরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।