রাজশাহী: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার দ্বিতীয় দিন বুধবার (০২ নভেম্বর) রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন আট জেলায় অনুপস্থিত ছিলো চার হাজার ৮শ ৯৩ জন পরীক্ষার্থী। তবে এদিন কোনো শিক্ষার্থী বা পরিদর্শক বহিষ্কার হননি।
রাজশাহী শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ রঞ্জন রায় বাংলানিউজকে জানান, বুধবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত জেএসসি’র বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা হয়।
এতে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিলো দুই লাখ ২৯ হাজার ৬০১ জন। এর মধ্যে উপস্থিত ছিলো দুই লাখ ২৪ হাজার ৭০৮ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা চার হাজার ৮শ ৯৩ জন।
এর মধ্যে রাজশাহীতে ৯শ ৭০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫শ ৩৮ জন, নাটোরে ৫শ ৬৭ জন, নওগাঁয় ৭শ ২৯ জন, পাবনায় ৬শ ২২ জন, সিরাজগঞ্জ ৬শ ২৪ জন, বগুড়ায় ৬শ ৩৯ জন ও জয়পুরহাটে ১শ ৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। আট জেলায় অনুপস্থিতির গড় হার ২ দশমিক ১৩ শতাংশ।
মোট ২শ ৩০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ০৩ নভেম্বর রয়েছে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এসএস/ওএইচ/এসএনএস