ঢাকা: পাস করা শিক্ষার্থীদের ঘোষিত নতুন ডিগ্রি দেওয়ার দাবিতে ফের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি ব্যবসা ও বিপণন অনুষদের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) একাডেমিক কাউন্সিলের সভাকে কেন্দ্র করে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে শিক্ষার্থীরা।
পরে প্রক্টর ড. মিজানুর রহমান দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিজেদের অনুষদে চলে যায়।
দীর্ঘ চার মাসের আন্দোলনের পরে ২৪ আগস্ট একাডেমিক কাউন্সিলের সভায় অনুষদের শিক্ষার্থীদের এগ্রিবিজনেস’র বদলে ‘বিএসসি-ইন- এগ্রিকালচারাল ইকোনমিক্স’ ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু সভার পরিপত্রে উল্লেখ করা হয়, যারা স্নাতক পাস করেছে তারা ঘোষিত নতুন ডিগ্রি পাবেন না। প্রশাসনের এমন সিদ্ধান্তে ওই অনুষদের কোনো সেমিস্টারের শিক্ষার্থীই ক্লাসে ফেরেননি। ফলে ৬ মাস ধরে কার্যত অচল হয়ে পড়েছে এ অনুষদের শিক্ষা কার্যক্রম।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমাদের বর্তমান ডিগ্রি নিয়ে বিভিন্ন চাকরির মৌখিক পরীক্ষায় বিব্রত পরিস্থিতিতে পড়তে হয়। তাই আমরা একটি প্রতিষ্ঠিত ডিগ্রি চাই। আজকের একাডেমিক কাউন্সিল সভায় শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া না হলে ওই অনুষদে ক্লাস-পরীক্ষায় কেউ অংশ নেবে না বলেও জানান তিনি।
বাংলাদেশের কৃষি বিপণন ব্যবস্থা উন্নয়নের তাগিদে দক্ষ জনশক্তি সরবরাহের জন্য ২০০৭ সালে ওই অনুষদে চালু করা হয় ‘বিএসসি ইন এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট’।
২০১৩ সালের মে মাসে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৬০তম সভায় ডিগ্রির নাম ‘বিএসসি ইন এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট’ এর পরিবর্তে ‘বিবিএ ইন এগ্রিবিজনেস’ করা হয়।
এদিকে সন্ধ্যায় একাডেমিক কাউন্সিলের সভা চলার সময় শিক্ষার্থীরা অনুষদের সামনে অবস্থান নেয়।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরআইএস/এসএইচ