ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাঙামাটিতে বই-খাতা পেলো আগুনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
রাঙামাটিতে বই-খাতা পেলো আগুনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটির দূরছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে বই, খাতা ও কলম বিতরণ করা হয়েছে।

রাঙামাটি: রাঙামাটির দূরছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে বই, খাতা ও কলম বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে লংগদু জোনের আওতাধীন দূরছড়ি আর্মি ক্যাম্পের সেনাবাহিনী এসব শিক্ষা উপকরণ বিতরণ করে।

দূরছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লে. তানজিমুল আনোয়ার ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার হায়দার শরীফ উপস্থিত থেকে খেদারমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খেদারমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- খেদারমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন চাকমা, খেদারমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বর মঈন হোসেন মনির ও খেদারমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বির্পশী চাকমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।