রাবি: নিজেদের মধ্যে মারামারি করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হল থেকে তিন ছাত্রীকে বহিষ্কার করেছে হল প্রশাসন।
মঙ্গলবার (০৮ নভেম্বর) বিকেলে হল প্রশাসনের মিটিংয়ে তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক মিলি জেসমিন।
বহিস্কৃত তিন ছাত্রী হলেন- বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী লাকী, একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাথী ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইতি।
রহমতুন্নেসা হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী বাংলানিউজকে জানান, রোববার (০৬ নভেম্বর) রাতে হলের সিট নিয়ে লাকী এবং সাথীর মধ্যে কথা কাটাকাটি হয়। এনিয়ে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। পরে হলের শিক্ষার্থীরা তাদের ছাড়িয়ে দেন। পরদিন সোমবার (০৭ নভেম্বর) হলের গেস্টরুমে আটকে রেখে সাথীকে মারধর করেন লাকীর বান্ধবী ইতি। পরে বিষয়টি হল প্রাধ্যক্ষকে জানানো হয়।
রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিলি জেসমিন বাংলানিউজকে বলেন, ‘নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে তারা মারামারি করেছে। বিষয়টি শোনার পর হল প্রশাসনের মিটিং করে তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ’
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
পিসি/