সিলেট: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ‘শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য’ পরীক্ষার অষ্টম দিনে ২ হাজার ৫শ’ ৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে কোনো বহিষ্কার হননি।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯শ’ ৯৬ জন। এদের মধ্যে ‘শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য’ বিষয়ের পরীক্ষার্থী ১ লাখ ২৮ হাজার ১৪৭ জন। সিলেট বোর্ডে ১২৪ কেন্দ্রে ওই পরীক্ষায় অংশ দেয় ১ লাখ ২৫ হাজার ৬৪৪ জন শিক্ষার্থী। অনুপস্থিত রয়েছেন ২ হাজার ৫শ ৩ জন পরীক্ষার্থী।
বোর্ডের তথ্যমতে, সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এবারের জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩ হাজার ৭শ’ ৪৪ জন। কেন্দ্র বেড়েছে ৫টি এবং স্কুল বেড়েছে ১৩৫টি।
এ বছর ১ হাজার ৪টি বিদ্যালয়ের ১ লাখ ৩২ হাজার ৯শ’ ৯৬ পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ২৬ হাজার ৬শ’ ৯৭ এবং অনিয়মিত ৬ হাজার ২শ’ ৭২ জন শিক্ষার্থী।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এনইউ/ওএইচ/বিএস