শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে বৃহস্পতিবার।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ১১টা ৫৯টা পর্যন্ত টেলিটক সিমের মাধ্যমে আবেদন করা যাবে।
তিনি জানান, সর্বশেষ বুধবার (০৯ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত প্রায় ৪২ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে প্রায় ১৫০০ জন, বি-ওয়ান ইউনিটে ২৫ হাজার ৭০ জন এবং ‘বি-টু ইউনিটে ১৮০০ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
২৬ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৯টা ৩০ মিনিটে এ এবং দুপুর ২টা ৩০মিনিট ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে চাইলে ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে অথবা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.sust.edu/admission ) থেকেও এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এএটি/আরআই