রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নানা আয়োজনে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে শোভাযাত্রা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার সিনেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সিনেট ভবন চত্বরে অনুষ্ঠিত হয় ধান মাড়াই ও নবান্নের পিঠা উৎসব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন এ আয়োজনের উদ্বোধন করেন।
এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সভাপতি প্রফেসর আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. সাইফুল ইসলাম।
নবান্ন উৎসব ছাড়াও এদিন এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের মাস্টার্সের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরবি/আরএ