ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রশাসনিক ভবনে তালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রশাসনিক ভবনে তালা

লক্ষ্মীপুর সরকারি কলেজে শিক্ষক-কর্মচারীদের বের করে দিয়ে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে ছাত্রলীগ।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সরকারি কলেজে শিক্ষক-কর্মচারীদের বের করে দিয়ে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে ছাত্রলীগ।

বুধবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত  কলেজের প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাধ্যক্ষ ড. আবু তাহেরকে অবরুদ্ধ করে রাখা হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের তালা খুলে দেয়।

ছাত্রলীগ নেতারা জানান, কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ অনুষ্ঠান না করা ও সাহিত্য সপ্তাহসহ একাডেমিক অনিয়ম-অব্যবস্থাপনার মধ্যে চলছে শিক্ষা কার্যক্রম। যে কারণে কলেজের প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছে।

উপাধ্যক্ষ ড. আবু তাহের বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীরা তার কাছে কোনো দাবি নিয়ে আসেননি। হঠাৎ করে তারা কলেজে তালা লাগিয়ে দেয়।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।