ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি গ্রন্থাগার ২৪ ঘণ্টা খোলা রাখার দাবি

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
ঢাবি গ্রন্থাগার ২৪ ঘণ্টা খোলা রাখার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার ২৪ ঘণ্টা খোলা রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজনীতি পর্যবেক্ষক সংগঠন ডেমোক্রেসি ইন্ট‍ারন্যাশনাল।

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার ২৪ ঘণ্টা খোলা রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজনীতি পর্যবেক্ষক সংগঠন ডেমোক্রেসি ইন্ট‍ারন্যাশনাল।

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে সংগঠনটি এ দাবি জানায়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন ডেমোক্রেসি ইন্ট‍ারন্যাশনাল’র রাজনৈতিক ফেলো ঢাবি শিক্ষার্থী আরিফ হোসেন।

তিনি বলেন, গ্রন্থাগারের বর্তমান আসনসংখ্যা ৩০ হাজার শিক্ষার্থীদের জন্য অপ্রতুল। তাই ছাত্র-ছাত্রী, গবেষক ও শিক্ষকদের জন্য ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। পাশাপাশি ছুটির দিনগুলোতে বিশেষ ব্যবস্থায় গ্রন্থাগার খোলা রাখতে হবে।

লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আরও কয়েকটি দাবি তুলে ধরা হয়।

এগুলো হলো নিরবিচ্ছিন্ন বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করণ, মিছিল-মিটিং নিষিদ্ধ করে গ্রন্থাগার এলাকাকে শব্দ দূষণমুক্ত রাখা এবং আয়োতন বড় করে গ্রন্থাগারের আসন সংখ্যা ব‍াড়ানো।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ওবাইদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এসকেবি/জিপি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।