ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিভাগে পিএসসিতে ১ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
বরিশাল বিভাগে পিএসসিতে ১ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী

রোববার (২০ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় বরিশাল বিভাগের ৬ জেলায় ৫১৫টি কেন্দ্রে ১ লাখ ৬৯ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী অংশ নেবে।

বরিশাল: রোববার (২০ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় বরিশাল বিভাগের ৬ জেলায় ৫১৫টি কেন্দ্রে ১ লাখ ৬৯ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী অংশ নেবে।

মোট পরীক্ষার্থীর মধ্যে ৭৬ হাজার ৭৩০ জন ছাত্র ও ৯২ হাজার ৭৫৯ জন ছাত্রী।

পিএসসিতে বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনে এবার ১০৫ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।

অপরদিকে ইবতেদায়ী সমাপনীতে বরিশাল বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৫৭৮ জন। এদের মধ্যে ১৫ হাজার ২০৪ জন ছাত্র ও ১৩ হাজার ৩৭৪ জন ছাত্রী রয়েছে।

বৃহস্পতিবার বিভাগের সকল বিদ্যালয়ে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক এসএম ফারুক জানান, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।