ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

শিক্ষা

বাকৃবিতে পশুখাদ্য তৈরিতে ‘ফিড মিল’ চালু

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
বাকৃবিতে পশুখাদ্য তৈরিতে ‘ফিড মিল’ চালু ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীদের ব্যবহারিক কোর্সের অংশ হিসেবে ও পশুখাদ্য তৈরি করতে একটি ফিড মিল চালু করা হয়েছে। এতে প্রতি ঘণ্টায় আড়াই টন পশুখাদ্য উৎপাদন করা সম্ভব।

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীদের ব্যবহারিক কোর্সের অংশ হিসেবে ও পশুখাদ্য তৈরি করতে একটি ফিড মিল চালু করা হয়েছে। এতে প্রতি ঘণ্টায় আড়াই টন পশুখাদ্য উৎপাদন করা সম্ভব।

রোববার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল পশুপুষ্টি খামার গবেষণাগারে প্রধান অতিথি হিসেবে এই ফিড মিলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

খামারের সভাকক্ষে পশুপালন অনুষদের পশুপুষ্টি বিভাগের প্রধান অধ্যাপক ড. জহিরুল হক খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অনুষদের ডিন অধ্যাপক ড. জসিমউদ্দিন খান এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী।

অনুষ্ঠানে গবেষকেরা জানান, দেশে ২০০টিরও বেশি ফিড মিল রয়েছে। এসব মিলে পোলট্রি, মৎস্য ও পশুখাদ্য তৈরি করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।