ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

শিক্ষা

আগের সময়সূচি বহালের দাবিতে জাবির অফিসার সমিতির কর্মসূচি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আগের সময়সূচি বহালের দাবিতে জাবির অফিসার সমিতির কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অফিসের সময়সূচি পরিবর্তনের প্রতিবাদে ও আগের সময়সূচি বহাল রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অফিসের সময়সূচি পরিবর্তনের প্রতিবাদে ও আগের সময়সূচি বহাল রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

 

কর্মসূচিতে পরিবর্তিত অফিস সময় বাতিল করে আগের অফিস সময় বহাল রাখার জন্য সমিতির নেতারা জোর দাবি জানান। দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও প্রশাসনকে হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্টার আবু বকর সিদ্দিক বলেন, বিষয়টি নিয়ে আমরা অফিসার সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজবো।
 
গত ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ অক্টোবর তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ ডিসেম্বর থেকে শুক্র ও শনিবার সাপ্তাহিক দু’দিন ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

যেখানে অফিসের সময় পরিবর্তন করে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা হয়। যা আগে ছিল সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।